দেশের শতকরা ৯৮ ভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হয়েছে: তাজুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের শতকরা ৯৮ ভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হয়েছে: তাজুল ইসলাম
সোমবার, ৬ জুন ২০২২



---

ঢাকা, ৬ জুন, ২০২২ : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার আমলে দেশের শতকরা ৯৮ ভাগ জনগণকে নিরাপদ সুপেয় পানি সরবরাহের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আজ সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, ৯৮ ভাগ মানুষকে নিরাপদ পানি সরবাহের আওতায় আনার বিষয়টি বিশ্বে একটা উদাহরণ। বিশ্বের অধিকাংশ দেশে এটা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, দূরদর্শী এবং জনদরদি নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বিগত বিএনপি আমলে সারা দেশে সুপেয় পানি সরবরাহে ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সে সময় পানির দাবিতে জনগণ রাস্তায় নেমে এসেছিল। তখনকার বিএনপি সরকারকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে মাঠে নামাতে হয়েছে। বর্তমান সরকার আমলে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবেলার কথা মাথায় রেখে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে ভূউপরিস্থিত পানি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। সে জন্য গভীর নলকূপের পাশাপাশি উপরের বা নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহের প্রতি গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, ২০৩০ সাল নাগাদ দেশের ৭০ শতাংশ পানি ভূউপরিস্থিত মাধ্যম থেকে সরবরাহ করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২২:২১:৪০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ