টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
সোমবার, ৬ জুন ২০২২



---

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এত দিন ইংল্যান্ডের ওপরে ছিল বাংলাদেশ। গতবার পুরোটা সময় তলানিতে থাকা বাংলাদেশ এবার এক জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট তালিকার আটে অবস্থান করছিল। একদম তলানিতে থাকা ইংল্যান্ড রোববার (৫ জুন) দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। এ জয়ে তারা বাংলাদেশকে টপকে চলে এসেছে ৮ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ চলে একদম তলানিতে।

টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতার আমেজ নিয়ে আসতে আইসিসি মাঠে নামিয়েছে টেস্টের বিশ্বকাপ তথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথমবার আয়োজিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। অন্যদিকে একদম তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় মৌসুমে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ পায় মূল্যবান এক জয়য়। এছাড়া ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এক জয় ও এক ড্রতে ১৬.৬৭ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশ এতদিন ছিল পয়েন্ট তালিকার ৮ নম্বরে।

অন্যদিকে এক জয়ের পাশাপাশি চার ম্যাচে ড্র করেও বাংলাদেশের চেয়ে পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করছিল ইংল্যান্ড। ইংলিশদের পিছিয়ে পরার কারণ ছিল জরিমানা বাবদ পয়েন্ট হারানো।

তবে লর্ডসে অধিনায়ক ও কোচ বদলে নামা ইংল্যান্ড হারের মুখ থেকে ফিরে এসে দারুণ জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ উইকেটে জয় পাওয়া ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। সে সেঞ্চুরিতে ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হয়েছেন রুট।

কিউইদের বিপক্ষে পাওয়া জয়ে বেন স্টোকসের দল এগিয়েছে পয়েন্ট তালিকায়। ১৪ ম্যাচ খেলে ২ জয় ও ৪ ড্রয়ে ১৯.২৩ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে পেছনে ফেলেছে বাংলাদেশকে। ৮ নম্বরে উঠে আসলেও অবশ্য ফাইনাল খেলার আশা অনেকটাই ফিঁকে হয়ে গেছে তাদের।

বাকি দলগুলোর মধ্যে সবার শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে দক্ষিণ আফ্রিকা। উপমহাদেশের তিন দল ভারত-শ্রীলঙ্কা-পাকিস্তান যথাক্রমে তিন, চার ও পাঁচে।

পয়েন্ট তালিকায় উত্থান ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। ছয়ে উঠে এসেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সবার শেষে আট ও নয়ে ইংল্যান্ড ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ