জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু আফগানিস্তানের

প্রথম পাতা » খেলা » জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু আফগানিস্তানের
রবিবার, ৫ জুন ২০২২



---

জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো আফগানিস্তান।
গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৬০ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী আফগানিস্তান।
হারারেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে নেমে ৩৮ রানের মধ্যে ২ উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় উইকেটে ২০৩ বলে ১৮১ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথ দেখান রহমত শাহ ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও, তিন অংকে পা রাখতে পারেননি রহমত-শাহিদি।
রহমত ১২০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৯৪ রান করেন। ১০৪ বলে ১৩টি চারে ৮৮ রান করেন শাহিদি। শেষদিকে রশিদ খানের ১৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৬ রান করে আফগানিস্তান। রশিদের ১৭ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। আফগানিস্তানের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে ব্যর্থ তারা। এক প্রান্ত আগলে লড়াই করেছেন সিকান্দার রাজা। ৭৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেও, দলকে হারের মুখ থেকে বাঁচাতে পারেননি রাজা। ২১৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আফগানদের মোহাম্মদ নবি ৩৪ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন রহমত।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। এই জয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো আফগানিস্তান। ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ৮০ পয়েন্ট আফগানদের। ১৩ ম্যাচে ৩ জয়, ৯ হারে ৩৫ পয়েন্ট জিম্বাবুয়ের। ১৩ দলের টেবিলে ১২তমস্থানে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ