মানবাধিকার সুরক্ষায় শিগগিরই কর্মপরিকল্পনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার সুরক্ষায় শিগগিরই কর্মপরিকল্পনা
শনিবার, ৪ জুন ২০২২



---

জাতিসংঘ প্রণীত হ্যান্ডবুক অন ন্যাশনাল হিউম্যান রাইটস প্ল্যান অব অ্যাকশনের আলোকে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা, উন্নয়ন ও সচেতনতা বাড়াতে শিগগিরই মানবাধিকার বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। মানবাধিকার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শনিবার (৪ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জাতীয় মানবাধিকার কমিশন এ সভার আয়োজন করে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, সদস্য জেসমিন আরা বেগম, সরকারের বিভিন্ন দপ্তরের সচিবরা বক্তব্য দেন।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিকরণে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিকভাবে বাংলাদেশে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সুরক্ষা ও উন্নয়ন এবং জনমানুষের অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করে কমিশন”।

কমিশনের চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে কমিশনের পাঠানো বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেন এবং কমিশনের চাওয়া প্রতিবেদন দ্রুততার সঙ্গে পাঠানোর আহ্বান জানান। এ প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য সচিবরা।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৪   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ