ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি’র জাহাজ দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নেয়ার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি’র জাহাজ দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নেয়ার সুপারিশ
বৃহস্পতিবার, ২ জুন ২০২২



---

ঢাকা, ২ জুন, ২০২২ : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি’র জাহাজে ক্ষেপনাস্ত্র হামলার কারণ উদঘাটন করে জাহাজটি দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

কমিটি ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসি’র জাহাজের তদন্ত কমিটিতে মন্ত্রণালয়কে দ্রুত একজন মেরিটাইম আইনজীবী নিয়োগ করার সুপারিশ করে। কমিটি মরহুম থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে।

সভায় গত ২৩ মে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদনসহ প্রকাশিত ‘দখল দূষণে চট্রগ্রামের কর্ণফুলী নদীর প্রশস্ততা ও গভীরতা কমছে। বড় অংশজুড়ে জেগেছে চর। ভাটার সময় আটকে যায় নৌযান’- সংবাদটিতে ভুল তথ্য প্রকাশ করেছে বলে কমিটি চট্রগ্রাম বন্দর ও মন্ত্রণালয়কে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরায় ধন্যবাদ জ্ঞাপন করে। কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত নিষ্কাশন খালসমূহে প্রয়োজনীয় ট্র্যাপ নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, সেইসাথে নদীরক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রনালয়কে জোরালো পদক্ষেপ নেয়ার সুপারিশ করে।

সভায় ‘ট্যানারি’ ও অন্যান্য শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী’ একটি দৈনিক জাতীয় দৈনিকে এই শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে আলোচনা হয়। কমিটি ঢাকার সন্নিকটে বুড়িগঙ্গা নদী এক বছরের মধ্যে দূষণমুক্ত করার সুপারিশ করে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করে।

এছাড়া পরিবেশ উন্নয়নে স্কুলে শিশুদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় তাদের অবদানে পুরস্কৃত করার ও শিক্ষা মন্ত্রণালয়কে পরিবেশ রক্ষায় করণীয় কার্যাবলী কারিকুলামে অন্তভূর্ক্ত করতে চিঠি পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

সভায় সন্দ্বীপ উপজেলার কুমিড়া-গুপ্তছড়া নৌরুটের যাত্রী পারাপারের সমস্যা নিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমানের চিঠির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষের দুর্দশা কমাতে দ্রুত সন্দ্বীপে হোবার ক্রাফট দেয়ার সুপারিশ করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, চট্রগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৬:৩২   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ