বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে : টিপু

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে : টিপু
বুধবার, ১ জুন ২০২২



---

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বলেছেন, বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে দেশে এবং বিশ্বের অন্যত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম কমানোর কোন সুযোগ নেই। তবে যুদ্ধ শেষ হলে, পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’
মন্ত্রী আজ রংপুর পর্যটনে মোটেল অডিটোরিয়ামে ‘মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
রংপুর বিভাগীয় প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহহাব ভূঁইয়া কর্মশালায় সভাপতিত্ব করেন।
টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন মার্কিন ডলারের বিনিময় হার অস্বাভাবিকভাবে বেড়েছে।
তিনি বলেন, ‘এর ফলে আমদানিকারকদের পরিবহন খরচ বেড়েছে, যা সবকিছুর ওপর প্রভাব ফেলেছে।’ তবে ভরা মৌসুমে চালের দাম বাড়ার বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান তিনি।
টিপু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সারাদেশে অভিযান চলছে।’
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে তেলের দাম কমানো সম্ভব নয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মাঝামাঝি থেকে এক কোটি দরিদ্র পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হবে। এই কার্যক্রম আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমা পর্যন্ত অব্যাহত থাকবে।’
টিপু বলেন, আমাদের দেশে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা। কিন্তু, কলকাতায় এখন লিটার প্রতি ২১৫ টাকা।
তিনি আমাদের দেশে পণ্যের দাম বৃদ্ধির খবরের পাশাপাশি অন্যান্য দেশে মূল্য বৃদ্ধির সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা, ইংল্যান্ড, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশে তেলের দাম কতটা বাড়ছে তার চিত্রসহ বিশ্ব বাজার পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করলে আমাদের জনগণ সঠিক তথ্য পাবে।’
টিপ আশা প্রকাশ করেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর তেলসহ বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
কর্মশালায় বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী মাদকাসক্তি মুক্ত একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম ও সুনাগরিক গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল, রংপুর রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক মো. দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আলিম মাহমুদ, বর্ডার গার্ড বাংলাদেশ-এর অতিরিক্ত মহাপরিচালক ও এর উত্তর-পশ্চিম অঞ্চল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) মো. ফজলুল কবির, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:১০:৩৯   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ