কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
বুধবার, ১ জুন ২০২২



---

কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকা থেকে ট্রেনের অগ্রিম ৬৭ টিকিটসহ সাবু মিয়া (৬৬) নামে এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার (০১ জুন) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সাবু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা গ্রামের হাসু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি কালোবাজারি চক্র রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম কিনে অবৈধভাবে নিজেদের কাছে মজুত করে রাখছে। পরে সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছে।

এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য কালোবাজারি চক্রের ওপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি সাবু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ-ঢাকাগামী ট্রেনের ৬৭টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাবু মিয়া রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৮   ৫৮৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ