মেক্সিকোতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালন
মঙ্গলবার, ৩১ মে ২০২২



---

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। স্থানীয় ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের (জিটিআইসিসি) সঙ্গে প্রথমবারের মতো সম্মিলিতভাবে এটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ মে) মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, অনুষ্ঠানটি তিন পর্বে বিভক্ত ছিল। রবীন্দ্র-নজরুল গবেষক নির্মল কান্তি ভট্টাচার্যের ‘নান্দনিকতায় ভারত-বাংলাদেশ পেরিয়ে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রায় সাত হাজার দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন।

মেক্সিকোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম গত ২২ মে রবীন্দ্র-নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। রাষ্ট্রদূতরা তাদের বক্তব্যে বাঙালি সংস্কৃতির চিন্তা-চেতনা-মনন ও দর্শনে রবীন্দ্র -নজরুলের লেখনীর অবদানসহ ব্রিটিশবিরোধী আন্দোলন এবং ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের লেখনীর প্রভাবগুলো তুলে ধরেন।

সাংস্কৃতিক পর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিন সাথীর রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনা আমন্ত্রিতদের বিমোহিত করে। এছাড়া, আর্নেস্ট দেলা তেজা এবং ভেরণিকা দুই মেক্সিকান নৃত্যশিল্পী ‘দূর দ্বীপবাসীনি’ ও ‘রাঙামাটির পথে লো’ দুটি নজরুল সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

ভারতীয় দূতাবাসের রুপেশ কুমারের বাঁশীর সুর, রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’-এর সঙ্গে প্রিয়া দ’র নৃত্য এবং জিটিআইসিসি’র শিক্ষার্থীদের মনোমুগ্ধকর তবলা ও সিতার বাদন উপস্থিত দর্শকদের কাছে প্রশংসিত হয়।

রবীন্দ্র-নজরুল জয়ন্তীর সর্বশেষ পর্বটি গত ২৬ মে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৬   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ