চীন নয়, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীন নয়, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার
সোমবার, ৩০ মে ২০২২



---

চীনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সবশেষ ২০২১-২২ অর্থবছরে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৪২ কোটি মার্কিন ডলার।

যদিও ভারতে ২০২১-২২ অর্থবছরে চীনের রফতানির পরিমাণ বেড়েছে, তবে তা ছাপিয়ে যেতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে। ২০২১-২২ অর্থবছরে চীনে ভারতের পণ্য রফতানি বেড়ে ২ হাজার ১২৫ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা এর আগের ২০২০-২১ অর্থবছরে ছিল ২ হাজার ১১৮ কোটি ডলার।

অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৯৪২ কোটি মার্কিন ডলার। আগের ২০২০-২১ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৫১ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির পরিমাণ বেড়ে এক লাফে ৭ হাজার ৬১১ কোটি ডলারে ওঠে, যা এর আগের ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ হাজার ১৬২ কোটি ডলার। একইভাবে যুক্তরাষ্ট্র থেকে ভারতের পণ্য আমদানি ২০২০-২১ অর্থবছরের ২ হাজার ৯০০ কোটি ডলার থেকে বেড়ে এক লাফে ৪ হাজার ৩৩১ কোটি ডলারে উঠেছে।

২০২১-২২ অর্থবছরে চীন ও ভারতের মধ্যে আমদানি-রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৫৪২ কোটি ডলারে উঠেছে, যা এর আগের অর্থবছরে ছিল ৮ হাজার ৬৪০ কোটি ডলার।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত অনুযায়ী দেশটি গত অর্থবছরে চীনে ২ হাজার ১২৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। এর আগের অর্থবছরে রফতানি করেছিল ২ হাজার ১১৮ কোটি ডলারের পণ্য। একই সময়ে চীন থেকে ভারতের পণ্য আমদানিও বেশ বেড়েছে। যেমন, গত অর্থবছর তারা চীন থেকে মোট ৯ হাজার ৪১৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এর আগের অর্থবছর আমদানির পরিমাণ ছিল ৬ হাজার ৫২১ কোটি ডলার।

ভারত এখন দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্বৃত্ত অবস্থানে, আর চীনের সঙ্গে ঘাটতির মুখে আছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে ৩ হাজার ২৮০ কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে, সেখানে চীনের সঙ্গে ৭ হাজার ২৯১ কোটি ডলার ঘাটতি হয়েছে। এর আগের অর্থবছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ হাজার ২৬২ কোটি ডলার উদ্বৃত্ত ও চীনের সঙ্গে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারের ঘাটতি ছিল।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ