হুমকি-মামলায় পাল্টাতে হলো ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হুমকি-মামলায় পাল্টাতে হলো ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম
শনিবার, ২৮ মে ২০২২



---

মুক্তির মাত্র এক সপ্তাহ আগে বদলানো হলো সিনেমার নাম। তা-ও আবার যশ রাজ-এর মতো এমন বড় প্রোডাকশনের তৈরি সিনেমার নাম। বেশ অবাক করার মতোই একটা ব্যাপার। ট্রেলার প্রকাশের পর অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ নিয়ে আপত্তি তুলেছিল করণিরা।

তাদের মামলা এবং আপত্তির কারণেই মূলত এ পরিবর্তন আনা হয়েছে। নতুন করে নাম দেয়া হলো ‘সম্রাট পৃথ্বীরাজ’। কিছুদিন আগে একটি জনস্বার্থ মামলা করে করণি সেনা। যেখানে বলা হয়, পৃথ্বীরাজের নামের আগে সম্রাট বসাতে হবে। সঙ্গে জানানো হয়, তাদের দাবি মেনে না নিলে ছবি রাজস্থানে বয়কটও করা হবে। যশরাজ ফিল্মসের তরফে শুক্রবার জানানো হয়, করণি সেনার এই দাবি মেনে নিয়েছেন তারা।

এর আগে যশরাজ ফিল্মসের তরফ থেকে করণি সেনার কাছে যে চিঠি পাঠানো হয় তাতে লেখা ছিল: “সিনেমার নাম নিয়ে আপনাদের যে অভিযোগ, তা আপনারা পরিষ্কারভাবে বলেছেন, আমরা এর প্রশংসা করছি। আশ্বস্ত করতে চাই, আমরা কারও অনুভূতিতে আঘাত করতে চাই না এবং সম্রাট পৃথ্বীরাজকে কোনো ধরনের অপমান করতে চাই না। বরং আমরা চাই ইতিহাসে ওনার যে বিজয়, যে সাফল্যের গাথা রয়েছে, তাকে উদ্‌যাপন করতে এ সিনেমার মাধ্যমে। একাধিকবার আলোচনার পর আমরা সিনেমার নাম ‘সম্রাট পৃথ্বীরাজ’ স্থির করলাম। আশা করি, এরপর আর সিনেমাটি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। কারণ, আপনাদের সঙ্গে আলোচনায় আমরা সব মেনে নিয়েছি।”

এদিকে দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী এবার উঠে আসবে যশ রাজ ফিল্মসের এই পিরিয়ড ড্রামায়। সিনেমায় সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। পৃথ্বীরাজের নামভূমিকায় অভিনয় করবেন অক্ষয় ৷

এ ছাড়া ২০১৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানুষীর বলিউডে অভিষেক হবে এ সিনেমার মাধ্যমে ৷ সিনেমার পেছনে রয়েছে পরিচালক ড. চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর ১৮ বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এ ছবিতে অভিনয় করেছেন বিশেষ চরিত্রে ৷

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৬   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ