প্রেমিকের সঙ্গে স্বর্ণালংকার নিয়ে পালাল গৃহকর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকের সঙ্গে স্বর্ণালংকার নিয়ে পালাল গৃহকর্মী
শুক্রবার, ২৭ মে ২০২২



---

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় একটি বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সেই বাসার গৃহকর্মী জোসনা আক্তার ও তার প্রেমিক মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বাসা থেকে চুরি যাওয়া ২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন।

শুক্রবার (২৭ মে) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ভুক্তভোগী জানান, তারা স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী। বাসায় তার বৃদ্ধা মা ছাড়া কেউ থাকে না। গৃহকর্মী সাপ্লাই দেওয়া সোর্সের মাধ্যমে জোসনা তার বাসায় কাজ নেয়। এই সুযোগে জোসনা বাসার আলমারি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

ওসি সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত গৃহকর্মী জোসনা বেগম বাসা বাড়িতে কাজ করার ছলে চুরির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাটারা থানায় আরও একটি মামলা রয়েছে; যার ওয়ারেন্ট জারি রয়েছে। আর তার কথিত প্রেমিক জামাল গাড়িচালক। মূলত দুজনের পরিকল্পনাতেই বাসাটিতে কাজে যায় জোসনা। পরবর্তী সময়ে সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় জোসনা ও তার প্রেমিক জামালকে (২৫ মে) রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে জোসনার এক আত্মীয়ের বাসার পরিত্যাক্ত টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান আরও বলেন, গত ২১ মে বসুন্ধরা এলাকার এক বাসিন্দা ভাটারা থানায় অভিযোগ করেন। বাসার গৃহকর্মী জোসনা আক্তারকে স্বন্দেহভাজন উল্লেখ করে একটি মামলা করেন। অভিযোগে বলেন, বাসা থেকে স্বর্ণলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৭   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ