স্বাধীনতা বিরোধীতারা যেনো আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে - এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা বিরোধীতারা যেনো আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে - এনামুল হক শামীম
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২



---

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন; এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়। আর দেশবিরোধী শক্তি কোনদিন যেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকতে হবে বাংলাদেশ স্বাধীনতাবিরোধী, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়, এই দেশ মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই।

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ে আগামী (সম্ভাব্য ২৬ ফেব্রুয়ারী) ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রফেসর আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলার পুলিশ সুপার সরদার মারুফ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, প্রমূখ। এসময় মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণ করেন।

উপ-মন্ত্রী শামীম বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজকার-আলবদরদের পুনর্বাসন করেছে। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগিয়েছেন।রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এনামুল হক শামীম আরও বলেন, করোনা মহামারীর সময় সহ সকল দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামীলীগ মানুষের জন্য জীবনের ঝূঁকি নিয়ে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থেকেছে। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে, মৃতের দাফন ও সৎকার করেছে, খাবার ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়ে এক মানবিক ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগ দেশের প্রতিটি লড়াই সংগ্রামে পূর্বের ন্যায় এভাবেই এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪১   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ