১১৮ বোতল মদ ফেলে নদী সাঁতরে পালালো পাচারকারীরা

প্রথম পাতা » চট্রগ্রাম » ১১৮ বোতল মদ ফেলে নদী সাঁতরে পালালো পাচারকারীরা
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২



---

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এক কেজি ৫৬গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল মদসহ ৫০ কেজি সুতার জাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৬ মে) ভোর রাতে দমদমিয়া ও হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফনদী সাঁতরে পালিয়েছে মাদক কারবারিরা। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানিয়েছেন।

লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোয়েন্দা তথ্যে খবর আসে মিয়ানমার হতে বাংলাদেশের দমদমিয়া ও হোয়াইক্যং এলাকা দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করতে পারে। এমন সংবাদে বিজিবি সদস্যরা উভয় এলাকায় সতর্ক অবস্থান নেয়।

বৃহস্পতিবার ভোররাতে দমদমিয়া জালিয়াদ্বীপ নাফনদী এলাকায় বিজিবি টহল দল দেখতে পায়, একটি নৌকা বাংলাদেশ সীমানায় আসতে।

বিজিবির উপস্থিতি চোরাকারবারিরা অনুমান করতে পেরে নৌকা থেকে লাফ দিয়ে নাফনদী সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহল দল নৌকা তল্লাশি করে ১কেজি ৫৬গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০কেজি সুতার জালসহ নৌকা জব্দ করে।

অন্যদিকে, হোয়াইক্যং বিওপি’র বিজিবি সদস্যরা হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকা থেকে ১শত ১৮ বোতল মদ উদ্ধার করে। এসময় চোরাকারবারিরা একই কায়দায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি অধিনায়ক।

লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, উদ্ধারকৃত সুতার জাল ও নৌকা হ্নীলা শুল্ক গুদামে জমা দেয়া হয়।এবং ক্রিস্টাল মেথ আইস গুলো ব্যাটালিয়ন সদরের গোডাউনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৯   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ