মুশফিক-লিটনের পুনরাবৃত্তি ঘটালেন ম্যাথিউস-চান্দিমাল

প্রথম পাতা » খেলা » মুশফিক-লিটনের পুনরাবৃত্তি ঘটালেন ম্যাথিউস-চান্দিমাল
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২



---

প্রথমে ম্যাথিউস, এর কিছুক্ষণ পরই চান্দিমাল। দুইজনই পেলেন শতক। ঢাকা টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে চান্দিমাল তুলে নিলেন ১২তম শতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪২০ রান, বাংলাদেশ থেকে এগিয়ে আছে ৫৫ রানে।

বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখেছিল দর্শকরা। লঙ্কান ইনিংসেও সেই পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখল সবাই। মন্থর ব্যাটিংয়ে প্রথমে শতক হাঁকান ম্যাথিউস। এরপর শতক হাঁকান চান্দিমাল।

এদিকে চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পাননি বাংলাদেশের বোলাররা। হতাশাকে সঙ্গী করে প্রথম সেশনে লঙ্কানরা বিনা উইকেটে সংগ্রহ করে ৮৭ রান। তখন ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান ম্যাথিউস। আর দ্বিতীয় সেশন শুরুতেই শতক হাঁকিয়েছেন তিনি। ৬ চার ও ২ ছক্কায় সাজানো ম্যাথিউসের এটি টেস্টে ১৩তম শতক।

এদিকে ঢাকা টেস্টের প্রথম সেশনটায় রাজত্ব করেছে শ্রীলঙ্কা। তবে মিরপুরে একটা উইকেটের জন্য আপ্রাণ চেষ্টা করেছে সাকিব-তাইজুল-এবাদতরা। মাঝে মুমিনুলের এক আবেদনে আম্পায়ার সায় দিলেও, রিভিউ নিয়ে জীবন পেয়ে বাংলাদেশের দুর্দশা আরও বাড়িয়েছেন চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে লাঞ্চের আগেই লিড নিয়েছে সফরকারীরা। চার দিনেও দুই ইনিংস শেষ না হওয়া টেস্টের ভাগ্য ধীরে ধীরে এগোচ্ছে ড্রয়ের পথে।

দিনের শুরুতে আশা জাগিয়েও উইকেটের দেখা পায়নি বাংলাদেশের বোলাররা। এবাদত হোসেনের বলে বেশ কয়েকবার পরাস্ত হলেও লেগ বিফোরের হাত থেকে বেঁচে গেছেন সফরকারী দলের দুই ব্যাটার। সাকিব-তাইজুলও পারেননি সাফল্য এনে দিতে। বেশ স্বাছন্দ্যেই ব্যাট করছেন ম্যাথিউস-চান্দিমাল। মাঝে মাঝে ব্যাটের কাণায় লেগে কিংবা পায়ে বল লেগে আফসোস বাড়িয়েছে টাইগারদের।

উপায় না দেখে বল হাতে তুলে নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। সাফল্যও যেন এনে দিয়েছিলেন! মুমিনুলের অপ্রত্যাশিত টার্নকে ব্যাটের ছোঁয়া মনে করে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেছেন চান্দিমাল।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সফলতম বোলার। ৩ উইকেট নিয়েছেন সাবেক এ নাম্বার ওয়ান অলরাউন্ডার। বাকি দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৯   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ