আমিরাতের আজমানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনের উদ্যোগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » আমিরাতের আজমানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনের উদ্যোগ
বুধবার, ২৫ মে ২০২২



---

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আওতায় এ সংগঠন পরিচালিত হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ব্যাপকভাবে বিনিয়োগ করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনা-পরবর্তী সময়ে এই বিনিয়োগ বেড়েছে আরও কয়েক গুণ। এবার এসব বিনিয়োগকারীর ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই।

উত্তর আমিরাতের বিভিন্ন প্রদেশে বিজনেস কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান আরও সুসংহত করার পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির বলেন, প্রদেশগুলোতে বিজনেস কাউন্সিল গঠিত হলে এখানে ব্যবসায়ীরা যারা আছেন, তাদের যে উদ্দেশ্য এবং তাদের যে সমস্যাগুলো আছে তা সমাধান হবে বলে আশা করছি।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল বলেন, আমরা যদি আমাদের মধ্যেই ব্যবসা করি তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা এখানে হবে।

বেশ কয়েক বছর আগে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সুসংগঠিত করতে এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করতে সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে।

এক্সপো ২০২০-এ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নে এ সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও মনে করেন অনেকে।

বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আওতায় দুবাই উত্তর আমিরাতের আজমান, ফুজিরা, শারজা, রাস আল খাইমাহ ও উম্মুল খৈয়ামে আলাদাভাবে পাঁচটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলোর মাধ্যমে এসব প্রদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা সুসংগঠিত হলে ব্যবসায়িক সফলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪২   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ