করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব

প্রথম পাতা » খেলা » করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব
বুধবার, ২৫ মে ২০২২



---

লঙ্কান অধিনায়ককেই তুলে নিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। দিমুথ করুনারত্নেকে বোল্ড করে তৃতীয় দিনের দ্বিতীয় সাফল্য এনে দিলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান, এখনো বাংলাদেশ থেকে পিছিয়ে আছে ১৯৫ রানে।

দিনের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছিলেন এবাদত হোসেন। লঙ্কান ব্যাটার কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এবাদত। এরপর থেকেই মন্থর ব্যাটিং করতে থাকে ম্যাথিউস ও অধিনায়ক করুনারত্নে। তবে বেশিক্ষণ টিকল না সেই জুটি। সাকিব লঙ্কান অধিনায়ক ও তাদের সেরা খেলোয়াড়কে তুলে নেন। ১৫৫ বলে করুনারত্নে করেছেন ৮০ রান।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা-যাওয়া দেখেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতে লিটনের বিদায়ের পরে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ।

ফলে তাকে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে। ৩৫৫ বল মোকাবিলায় ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ২১টি চারের মার ছিল। বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে।

এদিকে বল হাতে লঙ্কানদের ইনিংসে আলো ছড়িয়েছেন কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো। কাসুন রাজিথা নিয়েছেন ৫ উইকেট, যা তার টেস্ট ইতিহাসে প্রথম। আর অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১০   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ