ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২



---

বাজেটে প্রথমবারের মতো কর আরোপের মাধ্যমে ভারতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে বৈধতা দিয়েছে মোদি সরকার। নতুন এ বাজেটে বাংলাদেশে খরচের জন্য বরাদ্দ বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়েছে। করোনা মহামারির মধ্যেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়।

ভারতের অর্থমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৬০ লাখ নতুন চাকরি সৃষ্টি, ২৫ হাজার কিলোমিটার মহাসড়ক নির্মাণ, পোস্ট অফিসের ডিজিটালাইজেশনসহ বেশকিছু প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে আয়কর ছাড়ের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা রাখা হয়নি। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রায় বসানো হয়েছে ৩০ শতাংশ কর।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। নতুন এ বাজেটে মহামারি কাটিয়ে ভারতের জনগণের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে নতুন বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাধারণ মানুষ। তারা বলছেন, বেশকিছু প্রকল্পে গুরুত্ব দেওয়া হলেও আয়করে ছাড় না দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। তারা বলেন, বাজেটে সে রকম কোনো পরিবর্তন হয়নি। এটা চাপে পড়ার রাস্তা। মধ্যবিত্ত পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার তেমন কিছু করেনি। যারা মধ্যবিত্ত মানুষ তাদের দিনকে দিন আরও অবস্থা খারাপ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, কোনো গ্রামীণ জায়গা থেকে কোথায় চলে যাচ্ছে। আমরা তাদের পেছনে আছি।

ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশ বাংলাদেশের উন্নয়নে ১০০ কোটি রুপি বাড়িয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩০০ কোটি রুপি।

এদিকে নতুন বাজেট নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় মমতা বলেন, নতুন বাজেটে সাধারণ মানুষে কোনো স্বার্থ রক্ষা হয়নি। দেশটির বিরোধী দলগুলো এই বাজেট প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:২৮   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ