মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
সোমবার, ২৩ মে ২০২২



---

সোমবার (২৩ মে) উপজেলার মোল্লাকান্দি ইউপির দশ গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন উপজেলার মুন্সীকান্দি গ্রামের সেরাজুল ব্যাপারী (৬৫), কংসপুরা গ্রামের হানিফ মোল্লা (৩৮), কংসপুরার কামাল হোসেন (২৮), চরডুমুরিয়া গ্রামের মতিন ঢালী (৩০) ও রাজারচর গ্রামের মোহম্মদ হোসেন (১৬)।

এছাড়া আহত হয়েছেন উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের সাজেদা বেগমসহ (৭৫) ১০ জন।

পুলিশ জানায়, ইউপি নির্বাচনের বিরোধ নিয়ে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক মহসিনা হক কল্পনা ও বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিপন পাটোয়ারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে দশ গ্রামে সংঘর্ষ হয়। এছাড়া মহেশপুর, পূর্ব মাকহাটি, মধ্য মাকহাটি, কংপুরা, রাজারচর, চরডুমুরিয়া, চৈতার চর, আমঘাটা মুন্সীকান্দি ও বেহেরকান্দি গ্রামে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১৫ জন।

গুলিবিদ্ধ সেরাজুল ব্যাপারী ও হানিফ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিনা হক কল্পনার দাবি, মাকহাটি জেসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সামনে রেখে একতরফা ভোট করতে রিপন পাটোয়ারীর লোকজন পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, লাঠিপেটা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলে। এতে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

অন্যদিকে রিপন পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, মহসিনা হক কল্পনার লোকজনই সহিংসতার সঙ্গে জড়িত।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারীর লোকজন হামলা চালালে সহিংসতা বাধে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ