রশিদ খানরা ঢাকায় আসছেন ১২ ফেব্রুয়ারি

প্রথম পাতা » খেলা » রশিদ খানরা ঢাকায় আসছেন ১২ ফেব্রুয়ারি
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২



---

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন আফগানিস্তান ক্রিকেট দল। রশিদরা প্রথমে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে সিলেটে

এদিকে আফগানিস্তান সিরিজ নিয়েও বিপাকে বিসিবি। বিপিএলে ডিসিশান রিভিউ সিস্টেম না থাকার সমালোচনার রেশ কাটতে না কাটতেই জানা গেল আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও থাকবে না ডিআরএস। সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

করোনার প্রকোপ না কমায় এ সিরিজেও দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ থাকছে না। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও আফগানদের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচগুলো চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

শুরুর আগেই সমালোচনা ছিল বিপিএল নিয়ে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নেই ডিআরএস। বিপিএলের পরই ব্যস্ততা শুরু জাতীয় দলের। সফরে আসছে আফগানিস্তান দল। সিরিজে দুটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডিআরএস বাধ্যতামূলক করেছে আইসিসি।

কিন্তু বিপিএলের মতো আসন্ন আন্তর্জাতিক সিরিজেও দেখা যাবে না সেই প্রযুক্তি। এ সম্পর্কে তানভীর আহমেদ টিটু বলেন, আফগানিস্তান সিরিজে ডিআরএস পাওয়া কঠিন ব্যাপার। এখনো কনফার্ম হয়নি, আমি যতটুকু জানি। যে দুটি প্রতিষ্ঠান ডিআরএস নিয়ে কাজ করে তারা আসতে পারছে না। বিপিএলেও কী কারণে আসেনি সেটি আপানারা জানেন। চেষ্টা চলছে তারপরও। আমরা চাই যাতে ক্রিকেট নিয়ে কোনো কমতি না থাকে। আমাদের চাওয়ার পরও ওদের পাচ্ছি না। কারণ ওদের ওপর আমরা নির্ভরশীল।

আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০’তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে তামিম ইকবালরা। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটি হওয়ার কথা ঢাকায়।

যদিও এই সিরিজটাও হতে যাচ্ছে মাঠে কোনো দর্শক ছাড়া। করোনাকালে বাংলাদেশ দল সব সিরিজই খেলেছে দর্শকশূন্য গ্যালারিতে। ব্যতিক্রম ছিলো কেবল পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তবে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণের দাপটে এখন দিশেহারা দেশ। তাই আফগান সিরিজেও গ্যালারিতে দেখা যাবে না কোনো দর্শক।

২০২০ এ করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়েছিলো বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ বছরের মে মাসে। তবে দু’বোর্ড সমঝোতায় এসে বাতিল করেছে তিন ওয়ানডের সেই সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:০৬   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ