১০ ফুটবলারকে বিতাড়িত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!

প্রথম পাতা » খেলা » ১০ ফুটবলারকে বিতাড়িত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
শনিবার, ২১ মে ২০২২



---

শিরোপা ছাড়াই ২০২১-২২ মৌসুমটা কাটাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইউনাইটেড জায়গা করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগেও। বিধ্বস্ত এক মৌসুম শেষে তাই ক্লাবের সবকিছুতে আমূল পরিবর্তন আনার ইঙ্গিত। রেড ডেভিলরা এরই মধ্যে নতুন কোচও নিয়োগ দিয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, গ্রীষ্মকালীন দলবদলে অন্তত ১০ জন ফুটবলারকে বিতাড়িত করতে পারে ইংলিশ জায়ান্টরা।

ডেইলি মেইল বলছে, এ মৌসুম শেষে যাদের ক্লাব ছাড়তে হতে পারে তাদের সম্ভাব্য তালিকায় আছেন এডিনসন কাভানি, নেমাঞ্জা ম্যাটিক, হুয়ান মাতা, লি গ্রান্ট ও পল পগবারা। এদের প্রত্যেকেই ইউনাইটেডের হয়ে শেষ এক বছরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। শুরুর দিকে দুর্দান্ত ফর্মে থাকলেও পল পগবা শেষ দিকে এসে ব্রাত্য হয়ে পড়েছেন।

বাদ পড়াদের সম্ভাব্য তালিকায় কারা থাকবে সেটা নির্ধারণ করতে পারেন দলটির নতুন কোচ এরিক টেন হ্যাগ। এ জন্য নাকি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানচেস্টারের শেষ লিগ ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন তিনি। তো কাকে কাকে বাদ দিতে পারেন হ্যাগ? ক্রিস্টিয়ানো রোনালদোও কি সে তালিকায় থাকবেন? তাকে নিয়ে দলবদলের গুঞ্জন যেহেতু আছে তাই এ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

দলবদল নিয়ে রোনালদোর নামের সঙ্গে জড়াচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। পুরোনো ঠিকানা রিয়াল মাদ্রিদে নাকি ফিরতে চান পর্তুগিজ তারকা। দীর্ঘদিন ধরেই পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে নিতে চাচ্ছে মাদ্রিদ। কিন্তু ফরাসি ক্লাবটির সঙ্গে এমবাপ্পের বিষয়ে কিছুই চূড়ান্ত করতে পারেনি তারা। বাধ্য হয়ে রোনালদোর দিকে আগ্রহ হতে পারে রিয়ালের। কারণ, তিনি যে স্পেনের ক্লাবটির সর্বকালের সেরা তারকা।

রিয়ালে নয় বছর থাকাকালে ২৯২ ম্যাচে ৩১১টি গোল করেন সিআর সেভেন। একটা সময় ছিল লা লিগা মানেই মেসি ও রোনালদোর লড়াই। ২০১৮ সালে রোনালদো যখন দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ইতালিতে ঘর বাঁধেন। তখন অনেকেই হাহাকার শুরু করে দিয়েছিলেন এই বুঝি শেষ লা লিগার জনপ্রিয়তা।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৩   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ