বৃদ্ধ দম্পতিকে আইনি নোটিশ পাঠালেন অভিনেতা ধানুশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃদ্ধ দম্পতিকে আইনি নোটিশ পাঠালেন অভিনেতা ধানুশ
শনিবার, ২১ মে ২০২২



---

অনেকদিন ধরেই ভারতের তামিল সুপারস্টার ধানুশকে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। তা-ও আবার নিজের পিতৃপরিচয় নিয়ে। সম্প্রতি এক বৃদ্ধ দম্পতির দাবি, ধানুশ তাদের হারিয়ে যাওয়া সন্তান। শুধু দাবিতে সীমাবদ্ধ নেই বিষয়টি। গড়িয়েছে আদালত পর্যন্ত। ওই বৃদ্ধ দম্পতি মামলাও করেছেন ধানুশকে নিজেদের সন্তান দাবি করে।

তাদের দাবি, ‘দক্ষিণী তারকা ধানুশ আমাদের সন্তান! অভিনেতা হওয়ার জন্য ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।’ আর এই মর্মে ২০১৬ সালে আদালতে মামলা করেছিলেন মাদুরাইয়ের এক দম্পতি।

তা ছাড়া এই দম্পতি আরও জানান, তারাই জন্ম দিয়েছেন দক্ষিণী এ তারকাকে। তাদের তৃতীয় সন্তান ধানুশ। সন্তানকে ফিরে পেতে তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তারা। পরবর্তী সময়ে দ্বারস্থ হন মাদ্রাজ হাইকোর্টে। সেখানে ডাকা হয়েছে ধানুশকে। এ ছাড়া ২০১৭ সালে অভিনেতা তার ওপর অর্পিত এই মামলায় জিতেও যান। এদিকে এতকিছুর পরও এ দম্পতি ক্ষান্ত হলেন না!

যত যাই হোক না কেন, অনেক কাঠখড় পুড়িয়ে এবার এই বিতর্কে ইতি টানতে নিজেই এগিয়ে এলেন অভিনেতা ধানুশ। মাদুরাইয়ের বৃদ্ধ দম্পতির নামে আইনি নোটিশ পাঠালেন তিনি। এ সম্পর্কে ধানুশের বাবা কস্তুরী রাজার বক্তব্য, ‘ধানুশ আমাদের সন্তান। আর এই বৃদ্ধ দম্পতির এ মামলার কারণে বারবার ধানুশ ও আমাদের পরিবারের বদনাম হচ্ছে। এই নোটিশের মাধ্যমে বৃদ্ধ দম্পতিকে জানানো হয়, তারা যেন সংবাদমাধ্যমে জানান, তাদের দাবি একেবারেই মিথ্যে।’

এদিকে ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাক, পেশাগত জীবনে ধানুশের সাফল্যের ধারা অব্যাহত। ফের হলিউড সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী এই সুপারস্টার। এবার ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজখ্যাত অ্যান্টনি ও জো রুশোর ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে দেখা যাবে তাকে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা রায়ান গসলিং।

আরও পড়ুন: ‘বাঘিরা’ নিয়ে প্রস্তুত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র নির্মাতা প্রশান্ত

এদিকে সারা বিশ্বের পাশাপাশি ভারতে রেকর্ড ব্যবসা করেছিলেন রুশো ভাইদের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। সেই পরিচালক জুটির নতুন এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন ধানুশ। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তার চরিত্রের ফার্স্ট লুক। ছবিতে সিআইএ এজেন্টের ভূমিকায় রয়েছেন রায়ান। তবে ধানুশ কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানা যায়নি।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ