জামালপুরে দ্বিতীয় নারী জেলা প্রশাসক শ্রাবন্তী রায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে দ্বিতীয় নারী জেলা প্রশাসক শ্রাবন্তী রায়
শুক্রবার, ২০ মে ২০২২



---

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইতিহাসে দ্বিতীয় নারী ডিসি (জেলা প্রশাসক) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রাবন্তী রায়।

গত বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব কে.এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রাবন্তী রায় (১৫৭৬৬) সহ একই পদমর্যাদার ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।

এরমধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়।

এই জেলার ডিসি ছিলেন মুর্শেদা জামান। জেলা গঠিত হবার পর ৪৩ বছরের মধ্যে তিনিই জামালপুরে প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেন।

জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ায় মুর্শেদা জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২১ সালের ৭ মার্চ কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়া শ্রাবন্তী রায় গত ৬ এপ্রিল কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কার্যভার গ্রহণ করেন। এর আগে তিনি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

তিনি বিসিএস (প্রশাসন) ২৪তম ব্যাচের একজন কৃতি সদস্য। তাঁর স্বামী জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর স্বনামধন্য একজন চিকিৎসক। শ্রাবন্তী রায়ের নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।

এছাড়া শ্রাবন্তী রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী ডিসি (জেলা প্রশাসক)। তিনি চাকমা সম্প্রদায়ের। তার জন্মস্থান রাঙ্গামাটিতে। এর আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একাধিক পুরুষ কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেলেও নারী হিসেবে তিনিই প্রথম।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৩   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ