টোকিওর বিতর্কিত সাবেক গভর্নর ইশিহারা মারা গেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » টোকিওর বিতর্কিত সাবেক গভর্নর ইশিহারা মারা গেছেন
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২



---

টোকিওর সাবেক গভর্নর বিতর্কিত ডানপন্থী রাজনীতিবিদ শিনতারো ইশিহারা (৮৯) মারা গেছেন।
সাবেক ঔপন্যাসিক ও চার মেয়াদে রাজধানী টোকিওর জনপ্রিয় গভর্ণর ইশিহারা সমকামিতা থেকে ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রকাশ্য মন্তব্য করে প্রায়শই দেশে ও বিদেশে ক্ষোভের জন্ম দিয়েছিলেন।
তিনি ১৯৩২ সালে বন্দর নগরী কোবেতে জন্মগ্রহণ করেন। ইশিহারা মাত্র ২৩ বছর বয়সে নিষিদ্ধ জগতের বিষন্ন আনন্দের অন্বেষণকারী মর্যাদাসম্পন্ন পরিবারের যুবকদের নিয়ে “সিজন অফ দ্য সান” শীর্ষক উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে তিনি ১৯৬৮ সালে প্রথম আইন প্রণেতা নির্বাচিত হন এবং উচ্চ ও নিম্ন উভয় কক্ষে সংসদে ২৫ বছরেরও বেশি সময় অতিবাহিত করেন। তিনি পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি পরে জাতীয় রাজনীতি ছেড়ে দেন এবং ১৯৯৫ সালে টোকিওর গভর্নর হন।
তিনি জাপানের চীনা ও কোরীয় বাসিন্দাদের উপহাস করেন, নানজিং গণহত্যাকে অস্বীকার করেন, যুক্তরাষ্ট্রকে গোঁড়া জাতি বলে নিন্দা করেন এবং জাপানের মার্কিন সামরিক প্রতিরক্ষাকে একটি বিভ্রম হিসেবে বর্ণনা করেন।
২০১২ সালে তিনি জনবসতিহীন, বিতর্কিত দ্বীপপুঞ্জ ক্রয় করার পরিকল্পনা গ্রহন করে বৈদেশিক নীতি সংকট উস্কে দিয়েছিলেন। চীন এই দ্বীপপুঞ্জটিকে দিয়াওয়ুস এবং জাপান এটিকে সেনকাকুস হিসেবে উল্লেখ করে।
পরে, তার ডানপন্থী পার্টি ফর দ্য ফিউচার জেনারেশন কার্যত ২০১৪ সালে সাধারণ নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর তিনি ৮২ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৫   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ