সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা
বুধবার, ১৮ মে ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে-পড়া ও সামাজিক শিক্ষা নীতির উন্নয়ন সহ বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নিয়ে এক মতবিনিময় সভা করেছেন পোগলদিঘা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।

বুধবার(১৮ মে) দুপুরে উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পোগলদিঘা ইউনিয়নের আওতায় ১৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা অংশ নেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক মুন্না, আকলিমা খাতুন, ফরিদা ইয়াসমিন ও নাজনীন আক্তার সহ আব্দুর রশিদ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, শিক্ষকরা হলেন জাতিগঠনের নিপুণ কারিগর। কেননা একমাত্র শিক্ষার মাধ্যমে একটি দেশ ও জাতির সমৃদ্ধির পথে বেগবান হয়। একটি জাতির শিক্ষাবিভাগ যখন সাফল্যের মুখ দেখে, ঠিক তখনই অন্যান্য বিভাগও স্বয়ংক্রিয়ভাবেই সফলতার মুখ দেখে। তাই জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে অবশ্যই দূরদর্শীতা থাকতে হবে।

বিশেষ করে শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রাথমিক স্তরে ঝরে পড়া শিশুদের রোধসহ সামাজিক ও নৈতিক শিক্ষায় শিক্ষা দিতে হবে।

এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন অবকাঠামোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং তিনি সম্মিলিতভাবে দেশ ও জাতিগঠনে সচেষ্ট থাকার উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪০   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ