মালামাল কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালামাল কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
বুধবার, ১৮ মে ২০২২



---

রাজধানীর ফার্মগেটে বাসের মধ্যে মো. তরিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী বিহঙ্গ পরিবহনের বাসে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তরিকুলের দূরসম্পর্কের ভাগিনা মো. আশিক জানান, তরিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এলাকাতে একটি পোশাক বিক্রির দোকানের ব্যবস্থাপক তিনি। গ্রাম থেকে সকালেই তিনি ঢাকা আসে। মিরপুর ১৩ নম্বর সেক্টরে আশিকের বাসায় বিশ্রাম নিয়ে আবার একাই সদরঘাট যাচ্ছিলেন মালামাল কিনতে।

তিনি বলেন, সকাল ৯টার দিকে এক বাসযাত্রীর মাধ্যমে খবর পান ফার্মগেটে বিহঙ্গ বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তখন ফার্মগেট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার কাছে মালামাল কেনার এক লাখ টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে বলে অভিযোগ তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের তার স্টমাক ওয়াশ করানো হয়। পরবর্তী চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তরিকুলকে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৬   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ