ভারতে সেরা অভিনেত্রী ববি, ফিরবেন পাপ নিয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে সেরা অভিনেত্রী ববি, ফিরবেন পাপ নিয়ে
সোমবার, ১৬ মে ২০২২



---

মাঝে দীর্ঘ সময়ের বিরতি নিয়ে ছিলেন তিনি। সেই সময়টা নিজেকে ভালোভাবেই ঝালাই করে নিয়েছিলেন। চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একের পর এক সিনেমাতে যুক্ত হচ্ছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের এই নায়িকার বর্তমানে ভারতে অবস্থান করছেন।

ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৯ সালের বাংলাদেশ অংশের সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নোলক’। এ জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন সাকিব সনেট। সেরা অভিনেত্রী হয়েছেন ববি। তবে খুব দ্রুতই দেশে ফিরে নতুন সিনেমার কাজ করবেন এই তারকা।
ঈদে ব্যস্ত ছিলেন ছোটপর্দায়। কথাসাহিত্য ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে নির্মিত টেলিফিল্মে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এবার নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন ‘পাপ’ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান এরই মধ্যে বেশকিছু দৃশ্যের কাজ হয়েছে। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ববি।

ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে। রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়াসহ আরও অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। লম্বা বিরতি দিয়ে জাজের সঙ্গে আবারও একত্রে কাজ শুরু করলেন নির্মাতা।

ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘মিস এশিয়া প্যাসিফিক’ নামে একটি পুরস্কার জিতেছিলেন। প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত ‘ফুল অ্যান্ড ফাইনাল’। তবে শাকিব খান অভিনীত রাজত্ব সিনেমা এখনো মুক্তির অপেক্ষায়। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র বিজলীতে অভিনয় করে দারুণ সফলতা পান।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ