প্লে অফে টিকে থাকতে পাঞ্জাবকে হারানোর বিকল্প নেই মুস্তাফিজদের

প্রথম পাতা » খেলা » প্লে অফে টিকে থাকতে পাঞ্জাবকে হারানোর বিকল্প নেই মুস্তাফিজদের
সোমবার, ১৬ মে ২০২২



---

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। প্লে অফের দৌড়ে টিকে থাকতে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এদিকে সেরা চারে জায়গা করে নিতে নিজেদের ১৩তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের বিকল্প নেই মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের।

আইপিএলে সোমবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় আসরের ৬৪তম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দিল্লি।

এদিকে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স বাজেভাবে আসর শুরু করে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। সে তালিকায় নতুন করে যোগ দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দশ দলের বাকি সাত দল এখনো লড়াইয়ে টিকে আছে। এদিকে আসরের শুরু থেকে দুর্দান্ত খেলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। প্লে অফ অনেকটা নিশ্চিত রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্সেরও। বাকি এক দলের তালিকায় লড়াই চালিয়ে যাচ্ছে দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা ও পাঞ্জাব।

১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান নিজেদের দখলে রেখেছে গুজরাট। সমানসংখ্যক ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান ও তিনে লখনৌ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি, সাতে পাঞ্জাব। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতার ভাগ্য এখন ঝুলছে বাতি দলগুলোর ওপরে।

এদিকে এনরিখ নর্কিয়ার প্রত্যাবর্তনে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কপাল পুড়েছে। জাতীয় দল বাদ দিয়ে যেই আইপিএল খেলতে যাওয়ায় দেশের ভেতর সমালোচনার মুখে পড়েছিলেন; সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিয়মিত সুযোগ মিলছে না তার। সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচসহ টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন। তার পরিবর্তে খেলা প্রোটিয়া তারকা এনরিখ নর্কিয়া ফর্মে ফেরায় বাকি ম্যাচগুলোতেও মুস্তাফিজের দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

দিল্লির সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, চেতান সাকারিয়া এবং এনরিখ নর্কিয়া।

বাংলাদেশ সময়: ১১:৫৩:২০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ