ভারতে পাচারকারীদের গুলিতে ৩ পুলিশ নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে পাচারকারীদের গুলিতে ৩ পুলিশ নিহত
শনিবার, ১৪ মে ২০২২



---

কৃষ্ণসার হরিণ শিকারীদের গুলিতে নিহত হলেন মধ্যপ্রদেশের তিন পুলিশ কর্মী। শুক্রবার (১৩ মে) রাতে প্রদেশটির গুনা জেলার একটি জঙ্গলে ঘটনাটি ঘটেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

মর্মান্তিক ঘটনার পরেই জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক সাহায্য এবং একটি করে সরকারি চাকরির কথা ঘোষণা করেন তিনি। মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক সাব ইন্সপেক্টর। মৃতের নাম রাজকুমার যাদব। বাকিরা হলেন কনস্টেবল নীরজ ভার্গভ এবং হেড কন্সটেবল সান্তরাম।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, বেশ কয়েকজন মিলে হরিণ পাচার করার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী মধ্যপ্রদেশের গুনার সাগা বারখেদা এলাকায় হানা দেয় অ্যারন থানার পুলিশ। পুলিশ আসার খবর আগেভাগেই পেয়ে যায় পাচারকারীরাও। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাচারকারীদের হাতেনাতে পাকড়াও করে। আর ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিন পুলিশকর্মী। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

ঘটনাস্থল থেকে একাধিক কৃষ্ণসার হরিণের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে চোরাশিকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তাদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। এ ছাড়া মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ঘটনার তীব্র সমালোচনা করেন। দোষীদের উপযুক্ত শাস্তির হুমকি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। ডিজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যসচিব–সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকও সারেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৫   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ