প্রতি শনিবার নগরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে উত্তর সিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতি শনিবার নগরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে উত্তর সিটি
শনিবার, ১৪ মে ২০২২



---

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ মে) সকাল ১০টা ১০ মিনিটে এ অভিযান শুরু করেন তিনি। এখন থেকে প্রতি শনিবার এ সময়ে নগরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলবে জানান তিনি।

গুলশান নগর ভবনের আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ের ভেতর ঢুকেন মেয়র আতিক। সেখানে পুরাতন পরিত্যক্ত গাড়ি, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও মশার বংশবিস্তার করার মতো পরিবেশ দেখে তাৎক্ষণিক সেগুলো পরিচ্ছন্ন করার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, আমি যেখানে অফিস করি, সেই নিজ আঙিনা পরিষ্কারের মাধ্যমেই ‘প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে, নিজ আঙিনা করি পরিষ্কার’ - এই কার্যক্রম শুরু করলাম।

আতিকুল ইসলাম বলেন, এ কার্যক্রম শুরু করার মূল লক্ষ্য হলো সবাই যেন নিজ বাড়ি, নিজ আঙিনা, নিজ প্রতিষ্ঠান, নিজ কলেজ, নিজ স্কুল পরিষ্কারে উদ্বুদ্ধ হয়। সার্বিকভাবে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়, তাহলে আমরা এডিস মশা থেকে রক্ষা পাব, পরিচ্ছন্ন একটি পরিবেশ পাব।

মেয়র আতিকুল ইসলাম নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই নিজে সচেতন হয়ে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য প্রতি শনিবার নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে এগিয়ে আসুন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪০   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ