জামালপুরের মেয়ে, বিয়ের দাবিতে বরগুনায় যুবকের বাড়িতে অবস্থান, অবশেষে সেফ হোমে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরের মেয়ে, বিয়ের দাবিতে বরগুনায় যুবকের বাড়িতে অবস্থান, অবশেষে সেফ হোমে
শুক্রবার, ১৩ মে ২০২২



---

বরগুনার চান্দখালীতে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অবস্থান নেওয়া জামালপুরের সেই নারীকে সেফ হোমে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

শুক্রবার (১৩ মে) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ হোসেন এ আদেশ দেন।

এর আগে গত ১০ মে জামালপুর থেকে আসা মৌ নামের ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেতাগী থানা পুলিশকে নির্দেশ দেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম। পরে আদালতের নির্দেশ অনুযায়ী সকালে ওই নারীকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৯ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালিতে মাহমুদ হাসান নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নেয় জামালপুরের শিখা আক্তার মৌ। এ ঘটনার পর মাহমুদ হাসানের পরিবারের সবাই আত্মগোপনে গেলে মানবিক কারণে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢুকে বসবাস শুরু করেন মৌ।

এ বিষয়ে আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন আদালতে অভিযোগ করেন। পরে পুরো বিষয়টি আমি আদালতে উপস্থাপন করি। পরে আদালত ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওই মেয়ে স্বামী সন্তান এবং সংসার ফেলে এসে আমার বাসায় অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। তাই নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

তবে পুলিশ হেফাজতে থাকার কারণে এ বিষয়ে শিখা আক্তার মৌয়ের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। পরে আদালত তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ