ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জনের বেশি নিহতের শঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জনের বেশি নিহতের শঙ্কা
রবিবার, ৮ মে ২০২২



---

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা এলাকায় অবস্থিত একটি স্কুলে শনিবার বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় অন্তত ৬০ জনের বেশি নিহতের শঙ্কা করা হচ্ছে।

আলজাজিরা জানায়, লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই রুশ হামলার খবর নিশ্চিত করেছেন। হামলায় বহু মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর জানান, বেলোগোরোভকা এলাকার একটি স্কুলে রাশিয়ার বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন মানুষ সম্ভবত মারা গেছেন।

‘হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

হামলার চার ঘণ্টা পর ভবনে আগুন নিভাতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে ভবনের ভেতর থেকে ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সাতজন আহত রয়েছে। বাকিদের উদ্ধারেও অভিযান চলমান রয়েছে। তবে, বাকি ৬০ জন নিহত হয়ে থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এখনও পযন্ত ২ জন মানুষ নিহতের তথ্য পাওয়া গেছে।

আলজাজিরা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে প্রতিবেদনে জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযানের পর সেখানে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ করছে পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন। কিন্তু সবসময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ