কোচদের সঙ্গে জরুরি বৈঠকে পাপন

প্রথম পাতা » খেলা » কোচদের সঙ্গে জরুরি বৈঠকে পাপন
রবিবার, ৮ মে ২০২২



---

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের কোচদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক হচ্ছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।

শনিবার (৭ মে) নিজ নিজ দেশ থেকে বাংলাদেশে এসেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বাংলাদেশে এসে তারা সেই পাঁচ তারকা হোটেলে অবস্থান নেন।

পাপন রোববার (৮ মে) সেখানেই তাদের সঙ্গে আলোচনায় বসেছেন। বৈঠকে এসেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ মে থেকে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩ মে। এ সিরিজকে সামনে রেখে দলও ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাম আছে শরিফুল ইসলামেরও। দল ঘোষণার সময় জানানো হয়েছিল, শরিফুলের থাকা না থাকা নির্ভর করছে ফিটনেসের ওপর।

এদিকে রোববার বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা দলও। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি।

বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছে শ্রীলঙ্কা শিবির। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবে সফরকারীরা। সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার ফল নেগেটিভ সাপেক্ষে ৯ ও ১০ মে অনুশীলনে নামবে লঙ্কানরা। এরপর ১১ ও ১২ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৮   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ