শিলাইদহে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্‌যাপন

প্রথম পাতা » খুলনা » শিলাইদহে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্‌যাপন
রবিবার, ৮ মে ২০২২



---

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয় পর্যায়ে ও কুষ্টিয়া জেলা প্রশাসন ৩ দিনব্যাপী নানান অনুষ্ঠানমালা আয়োজন করেছে। শনিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।

এ সময় সাইদুল ইসলাম বলেন, আয়োজনকে ঘিরে কুষ্টিয়ার শিলাইদহকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঢাকার বাইরে কুষ্টিয়ার শিলাইদহেই এবার জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। রোববার( ৮ মে) তিন দিনব্যাপী রবীন্দ্র আয়োজনের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খলিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

সোমবার (৯ মে) দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। রোববার থেকে মঙ্গলবার তিন দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চলবে রবীন্দ্র আলোচনাসভা। এ ছাড়া রাত ১১টা পর্যন্ত মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাইদুল ইসলাম আরও বলেন, ‘আমরা প্রস্তুতিমূলকসভা সম্পন্ন করেছি এবং সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমন্ত্রিত অতিথিরাসহ রবীন্দ্রভক্ত অনুরাগী যারা আসবেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এবারের রবীন্দ্রজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা।

বাংলাদেশ সময়: ১৩:০৩:০৩   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ