একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ল

প্রথম পাতা » আন্তর্জাতিক » একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ল
বুধবার, ৪ মে ২০২২



---

সারা বিশ্বে করোনার সংক্রমণ কমে এসেছে। টানা কয়েক দিন ধরেই ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। তবে বুধবার (০৪ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৮২৭ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ২৭২ জন।

এর আগে মঙ্গলবার (০৩ মে) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান এক হাজার ২৮৩ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৪০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (০৪ মে) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২১৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৫ হাজার ৫৭০ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৯১ লাখ ১৯ হাজার ৮২৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ১০১ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২১ হাজার ৫৮১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪০১ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৮৮৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪ লাখ ৮২ হাজার ৪২৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ৭৬৫।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৬ হাজার ২৬২ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪০৩ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ১৮৩ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২৬   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ