ধোনির অধিনায়কত্বে জয়ে ফিরল চেন্নাই

প্রথম পাতা » খেলা » ধোনির অধিনায়কত্বে জয়ে ফিরল চেন্নাই
সোমবার, ২ মে ২০২২



---

আইপিএলের ১৫তম আসরের মাঝ পথেই চেন্নাইয়ের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা তার অধিনায়কত্ব ছেড়ে দেন। সেই জায়গায় দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের দায়িত্ব নিয়েই দলকে জয়ের মুখ দেখালেন তিনি। রোববার (১ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৩ রানে জয় পায় ধোনির চেন্নাই।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে। ম্যাচের ১৭.৫ ওভার খেলে এই দুই ব্যাটসম্যান জুটি করেন ১৮২ রানের। মাত্র এক রানের জন্য শতকের দেখা পান নি গায়কওয়াড়। তার ৯৯ রানের ইনিংসটি সাজানো ছিল ছয় চার ও ছয় ছক্কায়।

এদিকে চার ছয় ও ৮ চারে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। এই দুই ব্যাটারই চেন্নাইয়ের বড় সংগ্রহ এনে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই। হায়দরাবাদে

হয়ে দুইটি উইকেটই পান টি. নটরাজন।

পাহাড়সম রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন অভিষেক শর্মা ও অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম জুটিতে তারা সংগ্রহ করেন ৫৮ রান। তবে এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট পড়তে থাকে হায়দরাবাদের।

এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নিকোলাস পুরান। তবে তার ঝড়ো ৩৩ বলে ৬৪ রানও দলকে জেতাতে পারেনি। চেন্নাইয়ের হয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন মুকেশ চৌধুরী। এছাড়াও একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

এটি এই আসরে চেন্নাইয়ের তৃতীয় জয়। তবে জয় পেলেও টেবিলের নয় নম্বর স্থানেই আছে তারা। আর ৯ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশ সময়: ১:২৮:২২   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ