আর্সেনাল-টটেনহ্যামের জয়ের দিন হারল চেলসি

প্রথম পাতা » খেলা » আর্সেনাল-টটেনহ্যামের জয়ের দিন হারল চেলসি
সোমবার, ২ মে ২০২২



---

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের লড়াই। তিন নম্বর জায়গা নিয়ে চলছে তিন ক্লাবের যুদ্ধ। কিছুটা ভালো অবস্থানে থাকলেও, রোববার (১ মে) এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চেলসি। আরেক ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে টটেনহ্যাম হটস্পার। আর ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।

লা লিগা আর বুন্দেসলিগা পেয়ে গেছে তাদের নতুন রাজাদের। কিন্তু অপেক্ষার পালা ফুরোয়নি ইপিএলের। বরং বেড়েছে শেষ মুহূর্তের উত্তেজনা। শিরোপার লড়াইটা আটকে আছে দু ক্লাবের মধ্যেই। বাকিরা মূলত লড়ছে টেবিলের টপ ফোরে থাকা নিয়ে। কারণ, এখান থেকেই যে নির্ধারিত হবে কারা যাবে চ্যাম্পিয়ন্স লিগ আর কারা খেলবে ইউরোপা লিগে।

গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে চেলসির ম্যাচটা তাই ছিলো অনেক হিসেব নিকেশের। তবে টুখেল যতই হিসেব নিয়েই বসুক, ল্যাম্পার্ডের জন্য লড়াইটা শুধুই মর্যাদার। নিজের সাবেক ক্লাবকে কিছু দেখিয়ে দেয়ার।

লড়াই এর শুরু থেকেই কিছুটা চাপিয়ে রাখা হয় চেলসিকে। স্বাগতিক হিসেবেই হোক, আর কিছুটা চাপ মুক্ত থাকার কারণেই হোক কিক অফ থেকেই বেশ দুর্দান্ত ছিলো টফিরা। যদিও, গোল মুখের সরজা খুলতে পারেন নি তারাও। মাঝ মাঠে বল দখলে ছিলো চেলসিরই বেশি। যদিও এনগলো কান্তের অভাবে ফরোয়ার্ড লাইনে যায় নি সেরকম কোন পাস। তাই তো, ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও, ফরোয়ার্ড লাইন ছিলো ব্যর্থ।

শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধ্ব শুরুর প্রথম মিনিটেই ভেঙে যায় ডেডলক। স্কোর করেন রিচার্লিসন। সিজার এজপিলিকুয়েতা আর এডোয়ার্ড মেন্ডিকে বোকা বানিয়ে ল্যাম্পার্ডকে আনন্দে ভাসান ব্রাজিলিয়ান।

গোল খেয়ে দমে যায়নি টুখেল বাহিনী। বরং দ্বিগুণ বেগে আক্রমণে নামে ব্লু শিবির। কিন্তু ফরোয়ার্ডদের ভুলগুলো ছিলো দৃষ্টিকটু। সঙ্গে এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ছিলেন নিজের সেরা ফর্মে।

এরপর গোলের চেষ্টা হয়েছে হরদম। দু পক্ষই ছুটেছেন স্কোরের পেছনে। রেফারিও চেষ্টা করেছেন ম্যাচের উত্তেজনা ধরে রাখতে। তাই তো ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ৮ মিনিট অতিরিক্ত সময় খেলতে দেন দুই পক্ষকে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি চেলসির। নূন্যতম ব্যবধানের জয় নিয়ে অতিথিদের বিদায় দেয় এভারটন।

এদিকে চেলসির কষ্টের সময়টা আনন্দে ভেসেছে টটেনহ্যাম। লন্ডনে ঘরের মাঠে লেস্টার সিটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কন্তে শিষ্যরা। ম্যাচ শুরুর পর থেকেই বিপাকে ছিলো ফক্সরা। আক্রমণের পশরা নিয়ে বসেন স্পার ফুটবলাররা। হ্যারি কেইন, এরিক ডায়ার, লুকাস মৌরাদের সামলাতে হিমশিম খেতে থাকে লেস্টার ডিফেন্ডাররা। ২২ মিনিটেই প্রথম গোল খেয়ে বসে অতিথি দল। সন হিউ মিনের অ্যাসিস্ট থেকে স্কোর করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন।

এ গোলের পর থেকে অবশ্য রক্ষণ শক্তিশালী করে, বল দখলে মন দেয় লেস্টার সিটি। ফলাফল, আর কোন গোল হয়নি প্রথমার্ধ্বে। বিরতি থেকে ফিরেও চলছিলো, জমাট রক্ষণের খেলা। কিন্তু, পার্ক করা বাস থামাতে যে জুড়ি নেই সন হিউ মিনের। ৬০ মিনিটে কুলুসেভস্কির অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান এ কোরিয়ান। জোড়া গোলে এগিয়ে যায় স্পাররা।

৭৯ মিনিটে আবারো স্কোর করে টটেনহ্যাম। এবারও দৃশ্যপটে সেই একই জুটি। কুলুসেভস্কি-হিউ মিন। সনের জোড়া গোলে বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও, শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এক গোল শোধ দিয়ে ব্যবধান কিছুটা কমাতে পেরেছিলো লেস্টার সিটি।

এদিকে টেবিলের টপ ফোরের দৌড়ে থাকা আরেক দল আর্সেনালও এদিন জয় পেয়েছে। ওয়েস্ট হ্যামের মাঠ লন্ডন স্টেডিয়ামে প্রথমে হোল্ডিংয়ের গোলে এগিয়ে যায় গানাররা। তবে প্রথম হাফের আগেই দলকে সমতায় ফেরান জারড বোয়েন। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারো গোল করে আর্সেনাল। এবার গোল স্কোরার ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে টেবিলের চারে উঠে আসে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১:০০:৩৭   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ