ইসলামে ঈদের দিন কেমন সুগন্ধি ব্যবহারের কথা বলা হয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামে ঈদের দিন কেমন সুগন্ধি ব্যবহারের কথা বলা হয়েছে
শনিবার, ৩০ এপ্রিল ২০২২



---

বিশ্ব নবী রাসুল ( সা.) সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন। অন্যদেরও সাধ্যমতো সুগন্ধি ব্যবহারের আদেশ দিতেন তিনি। লোকসমাগম স্থানে, জুমার দিন ও ঈদের দিন সুগন্ধি ব্যবহারে গুরুত্ব দিয়েছেন বিশেষভাবে।

হযরত মুহাম্মদ ( সা.) সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। অনেক দূর থেকেই তার গায়ের সুরভি অনুভব করা যেত। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধির ঝরনা বয়ে যেত, যার সুগন্ধি অনুভব করে লোকজন সহজেই বুঝতে পারত নবীজি এইমাত্র এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন।

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। নারী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে। (নাসায়ি শরিফ, হাদিস : ৩৯৩৯)

সুগন্ধি আতরের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। কারণ সুগন্ধি আতর তৈরি করা হয় সুগন্ধ ফুলের নির্যাস, মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল দিয়ে।

বিভিন্ন সুগন্ধির মধ্যে মেশক ছিল নবীজীর খুব পছন্দের। এই সুগন্ধি হরিণের নাভি থেকে তৈরি করা হয়।

হযরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, উত্তম সুগন্ধি হলো মেশক। (তিরমিজি, হাদিস : ৯১২)

মেশকের পাশাপাশি চন্দন, জাফরানের মতো বৈচিত্র্যময় সুগন্ধিও তিনি ব্যবহার করতেন। এ বিষয়ে আল্লামা ইবনে আবদুল বার (রহ.) ‘তামহিদ’ নামক কিতাবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) জাফরানের সুগন্ধি ব্যবহার করতেন।

একবার হযরত আয়েশাকে (রা.) জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ (সা.) কী ধরনের সুগন্ধি ব্যবহার করতেন। জবাবে তিনি বলেছেন, মেশক ও আম্বরের সুগন্ধি রাসুলুল্লাহ (সা.) ব্যবহার করতেন। (নাসায়ি শরিফ, হাদিস : ৫০২৭)

আদ্দুররুল মুখতার ২/১৬৮ অনুযায়ী, সুগন্ধি ব্যবহার করা ঈদের সুন্নতগুলোর মধ্যে অন্যতম। তবে অ্যালকোহলযুক্ত সেন্ট এক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। আঙুর, খেজুর ও কিশমিশ থেকে তৈরি অ্যালকোহলযুক্ত সেন্ট ব্যবহার করা হারাম এবং তা নাপাক।

সুগন্ধি ব্যবহারের সময় আরও একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে তা হলো ইসলামে নারী ও পুরুষের সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য টানা হয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যার মধ্যে সুবাস থাকবে কিন্তু কোনো রং থাকবে না। আর নারী এমন সুগন্ধি ব্যবহার করবে যার মধ্যে রং থাকবে কিন্তু সুবাস থাকবে না। (তিরমিজি, হাদিস : ২৭১১) তবে নারীরা ঘরে যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৪২   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ