খেলাধুলা, শিক্ষা ও চিকিৎসা নিয়ে নাদালের বিশ্ববিদ্যালয়

প্রথম পাতা » খেলা » খেলাধুলা, শিক্ষা ও চিকিৎসা নিয়ে নাদালের বিশ্ববিদ্যালয়
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২



---

ক্রীড়া জগতে নতুন এক প্রকল্প নিয়ে হাজির হলেন রাফায়েল নাদাল। একই সঙ্গে খেলাধুলা, শিক্ষা ও চিকিৎসা বিষয়ে পড়াশুনার সুযোগ থাকবে এমন এক বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন স্প্যানিশ তারকা। যার নাম রাফা নাদাল স্পোর্টস ইউনিভার্সিটি ইউএএক্স।খেলোয়াড়দের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নাদাল।

টেনিস বিশ্বে রাফায়েল নাদালকে চেনে না এমন কাউকে খুজেঁ পাওয়া দুস্কর। একের পর এক ইনজুরি ও অস্ত্রোপচারের পরও দমে যাননি এই স্প্যানিশ টেনিস তারকা। বার বার ঘুরে দাড়িয়েঁছেন। ফিরেছেন প্রিয় কোর্টে। এই তো চলতি সপ্তাহের শেষেই এক মাসের ইনজুরি কাটিয়ে মাদ্রিদ ওপেনে ফিরেছেন ক্লে কোর্টের এই রাজা।

সাবেক বিশ্বসেরা এই টেনিস খেলোয়াড় শুধু যে টেনিস ভালোবেসে টেনিসের কোর্ট রাঙিয়েছেন তা নয়। টেনিসের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে গেছেন একের পর এক প্রকল্পে। এবার নতুন এক প্রকল্প হাতে নিয়েছেন নাদাল। একই সঙ্গে খেলাধুলা ও শিক্ষা নিশ্চিত করতে সবার সামনে নিয়ে এলেন রাফা নাদাল স্পোর্টস ইউনিভার্সিটি ইউএএক্স।

নিজের বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়ে নাদাল বলেন, ‘আমি এই প্রকল্পটা নিয়ে অনেক বেশি রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি, খেলাধুলার পাশাপাশি শিক্ষা ভবিষ্যতের জন্য পথটা আরও বেশি সহজ করে তোলে। এমন আরও অনেক প্রকল্প হাতে নিয়েছি আমরা। যেগুলো নিয়ে এখনো কাজ করে যাচ্ছি। এমন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত।’

নাদাল মনে করেন, দৈনন্দিন জীবনে চলার পথে শুধু খেলাধুলাই নয়, শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা। আর সে লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান রাফা।

এবিষয়ে তিনি বলেন, ‘শিক্ষা, খেলাধুলা ও একই সঙ্গে চিকিৎসা বিষয়ে শেখার সুযোগ হবে এখানে। জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে প্রতিদিন জানতে পারবে এখানকার শিক্ষার্থীরা। আর এসব কথা ভেবেই আমরা ইউএএক্স প্রকল্প নিয়ে এসেছি।’

ইনজুরির কারণে মাঝে ক্লে কোর্টের লড়াই মন্টে কার্লো আর বার্সেলোনা ওপেনে খেলতে পারেননি নাদাল। তাই ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে মাদ্রিদ ওপেনে খেলে প্রস্তুতি নিচ্ছেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

বাংলাদেশ সময়: ১:৪৬:৩৭   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ