খুলনায় নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » খুলনা » খুলনায় নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২



---

খুলনা মহানগরীতে মন্দিরা মজুমদার (২৮) নামের এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সাত্তার বিশ্বাস সড়কের ইসলাম কমিশনার গলি এলাকায় মন্দিরার বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার গাজী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সুকান্ত দাস জানান, নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মন্দিরা। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, তবে কী কারণে মন্দিরা আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।

এদিকে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে ওই চিকিৎসকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানে তিনি প্রতারণার শিকার হন। এ নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১:৪১:৪৪   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ