দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, এক ছেলের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, এক ছেলের মৃত্যু
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২



---

পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে মারুফা খাতুন (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষক্রিয়ায় বড় ছেলে মারুফ হোসেন (৫) মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এছাড়া দুই বছর বয়সী ছোট ছেলে মেহেদী এবং তার মায়ের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউতকান্দি গ্রামে। গৃহবধূ ওই এলাকার আবদুল মোমিনের স্ত্রী। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, গত রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় মারুফা খাতুনের। এরপর পরিবারের সবার অগোচরে বাজারে গিয়ে কীটনাশক কিনে প্রথমে সে নিজে পান করে। পরে বড় ছেলে বাকপ্রতিবন্ধী মারুফ হোসেনকে এবং ছোট ছেলে মেহেদীকেও (২) বিষপান করান। কিছুক্ষণ পর মা ও দুই ছেলে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে প্রথমে পাবনা মেডিক্যালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাকপ্রতিবন্ধী বড় ছেলে মারুফ। এদিকে চার মাসের অন্তঃসত্ত্বা মারুফা খাতুন এবং তার ছোট ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মারুফা নামের ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বড় ছেলে বিষক্রিয়ায় মারা যাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন স্বজনরা। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১:৩৩:০৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ