রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই

প্রথম পাতা » খেলা » রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২



---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে আম্বাতি রাইডুর টর্নেডো ইনিংসের পরেও হার এড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৭৬ রানে।

আইপিএলে সোমবার (২৫ এপ্রিল) চেন্নাইকে ১১ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে পাঞ্জাব।

এর আগে রান তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন রাইডু। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৮ রান। তার ইনিংসটি ৭ চার ও ৬ ছক্কার মারে সাজানো ছিল। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও ঋষি ধাওয়ান।

এর আগে রান তাড়ায় নেমে ৪০ রান তুলতে রবিন উথাপ্পা (১), মিচেল স্যান্টার (৯) ও শিভাম দুবের (৮) উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ওপেনিংয়ে নেমে তখনও একপাশ আগলে রাখেন রুতুরাজ গায়কোয়াড়। তবে তিনি রাইডুকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। সাজঘরে ফিরেছেন ৪ বাউন্ডারিতে ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে। ৪২ বলে চেন্নাইয়ের যখন ৯৮ রান প্রয়োজন ছিল, তখনই জ্বলে ওঠেন রাইডু।

জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংসের ১৪, ১৫ ও ১৬তম ওভারে তুলে নেন ৫১ রান। কিন্তু ইনিংসের ১৭তম ওভারে তার আউটের পরে শেষদিকে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হন চেন্নাইয়ের সাবেক ও বর্তমান অধিনায়ক। জাদেজা ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। ৫৯ বলে ৯ চার ও ২ ছয়ে ৮৮ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। ৩২ বলে ৪২ রানের ইনিংসে খেলেন বানুকা রাজাপক্ষে। চেন্নাইয়ের পক্ষে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। ৩২ রানের বিনিময়ে একটি উইকেট পান থিকসেনা।

বাংলাদেশ সময়: ১:১৮:৫৪   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ