বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। টানা দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিল নবাগত দলটি। এরপর টুর্নামেন্ট এগিয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আর কিংস বুঝিয়ে দিয়েছে কেন তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাজা। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়ে প্রথম পর্ব শেষ করা কিংস রোববার (২৪ এপ্রিল) ফের মুখোমুখি হয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের। তবে এবার আর তাদের কোনো সুযোগ দেয় নি বিগ বাজেটের কিংস। ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে প্রথম পর্বের হারের।
দ্বিতীয় পর্বের শুরুতেই বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে দুই বিদেশিকে। তাদের দুজনই আজ মাঠে ছিলেন। গোল করে বাংলাদেশে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন কিংসের নতুন ব্রাজিলিয়ান রিক্রুট মিগুয়েল ফেরেইরা। কিংসের করা দুই গোলের দ্বিতীয়টি করেছেন মিগুয়েল।
রোববার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ফিরতি পর্বের ম্যাচ খেলতে নামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। এদিন দুটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। ম্যাচ জুড়ে প্রাধান্য বিস্তার করে খেলা কিংস ম্যাচে প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৮তম মিনিটে। ইরানিয়ান ডিফেন্ডার খালেড শাফেয়ী গোল করে এগিয়ে দেন কিংসকে।
২২ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার মিগুয়েল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আজ। ৩৫ মিনিটের সময় বসুন্ধরা কিংসকে আনন্দে ভাসিয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান।
স্বাধীনতার বিপক্ষে কিংস আর কোন গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রাখতে সমর্থ হয় স্বাধীনতা।
আজকের জয়ের পর ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে বসুন্ধরা কিংস ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল। লিগে তাদের একমাত্র হারটি এসেছিল লিগের প্রথম ম্যাচে এই স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষেই।
অন্যদিকে লিগের একদম তলানিতে থাকা স্বাধীনতার জয় ওই একটিই। ১২ ম্যাচের একটিতে জয় ও তিনটি ড্র করে স্বাধীনতার সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।
এদিন খেলা ছিল আরও একটি। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে বারিধারাকে। দলের দুই নাইজেরিয়ান রিক্রুট মুসা নাজেরে ও সিজোকে আলোকুয়েইর গোলে তারা হারায় বারিধারাকে।
এই জয়ে ১২ ম্যাচ শেষে লিগের একমাত্র অপরাজিত দলটি আবাহনীকে পেছনে ফেলে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে সমান ৬টি করে জয় ও ড্র নিয়ে শেখ জামালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪ পয়েন্ট। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। টানা দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিল নবাগত দলটি। এরপর টুর্নামেন্ট এগিয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আর কিংস বুঝিয়ে দিয়েছে কেন তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাজা। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়ে প্রথম পর্ব শেষ করা কিংস রোববার (২৪ এপ্রিল) ফের মুখোমুখি হয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের। তবে এবার আর তাদের কোনো সুযোগ দেয় নি বিগ বাজেটের কিংস। ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে প্রথম পর্বের হারের।
দ্বিতীয় পর্বের শুরুতেই বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে দুই বিদেশিকে। তাদের দুজনই আজ মাঠে ছিলেন। গোল করে বাংলাদেশে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন কিংসের নতুন ব্রাজিলিয়ান রিক্রুট মিগুয়েল ফেরেইরা। কিংসের করা দুই গোলের দ্বিতীয়টি করেছেন মিগুয়েল।
রোববার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ফিরতি পর্বের ম্যাচ খেলতে নামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। এদিন দুটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। ম্যাচ জুড়ে প্রাধান্য বিস্তার করে খেলা কিংস ম্যাচে প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৮তম মিনিটে। ইরানিয়ান ডিফেন্ডার খালেড শাফেয়ী গোল করে এগিয়ে দেন কিংসকে।
২২ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার মিগুয়েল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আজ। ৩৫ মিনিটের সময় বসুন্ধরা কিংসকে আনন্দে ভাসিয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান।
স্বাধীনতার বিপক্ষে কিংস আর কোন গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রাখতে সমর্থ হয় স্বাধীনতা।
আজকের জয়ের পর ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে বসুন্ধরা কিংস ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল। লিগে তাদের একমাত্র হারটি এসেছিল লিগের প্রথম ম্যাচে এই স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষেই।
অন্যদিকে লিগের একদম তলানিতে থাকা স্বাধীনতার জয় ওই একটিই। ১২ ম্যাচের একটিতে জয় ও তিনটি ড্র করে স্বাধীনতার সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।
এদিন খেলা ছিল আরও একটি। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে বারিধারাকে। দলের দুই নাইজেরিয়ান রিক্রুট মুসা নাজেরে ও সিজোকে আলোকুয়েইর গোলে তারা হারায় বারিধারাকে।
এই জয়ে ১২ ম্যাচ শেষে লিগের একমাত্র অপরাজিত দলটি আবাহনীকে পেছনে ফেলে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে সমান ৬টি করে জয় ও ড্র নিয়ে শেখ জামালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪ পয়েন্ট। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা আবাহনী।
বাংলাদেশ সময়: ১:৫৩:৫২ ১০৬ বার পঠিত