সুনামগঞ্জ সুনাম অর্জন করেছে - জাহিদ ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সুনাম অর্জন করেছে - জাহিদ ফারুক
রবিবার, ২৪ এপ্রিল ২০২২



---

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; সুনামগঞ্জে আগত বন্যায় জেলার পানি উন্নয়ন বোর্ড যে আন্তরিকতা ও সাহসিকতা নিয়ে কাজ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। সুনামগঞ্জের বাপাউবো সত্যিই সুনাম অর্জন করেছে। উপ সহকারী প্রকৌশলীরা ২০ দিন যাবত হাওরে নৌকা নিয়ে অবস্থান করেছে, তারা অসাধারণ কাজ করেছে। সভায় প্রতিমন্ত্রী বাপাউবো এর সবাইকে ধন্যবাদ জানান।

আজ রাজধানীর পানি ভবনের সভাকক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মাসিক সংশোধীত এডিপি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন; আগাম প্রস্তুতির কারণে এবারে হাওরে ক্ষয়ক্ষতি কম হয়েছে। সুনামগঞ্জে ৫২৭ টি পিআইসির মধ্যে ৩ টি পিআইসি বাঁধ ভেঙ্গে গেছে। আসন্ন বন্যায় ক্ষতি আরো কমাতে হবে এর জন্য আগাম প্রস্তুতিসহ ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যাহারা ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থের চাহিদা দ্রুত পাঠাতে ব্যর্থ হবেন তারা শাস্তির সম্মুক্ষিণ হবেন। বাঁধ নির্মান ও মেরামতে টাকার প্রয়োজন হলে টাকা দেয়া হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরডিপি পর্যালোচনা সভায় নির্ধারিত প্রকল্পসমূহের বাস্তবায়ন আগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপ-মন্ত্রী এনামুল হক শামীম।

সভায় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সৈয়দা সালমা জাফরিন,পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক বজলুর রশিদ,প্রধান প্রকৌশলী মতিন সরকার ও সকল আঞ্চলের প্রধান প্রকৌশলীগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আরডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় জানানো হয়
২০২১-২২ অর্থ বছরে ৭৩৮৭.৩৬ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মোট ১১৪ টি প্রকল্প চলমান রয়েছে,এর মধ্যে ১টি প্রকল্প পানি সম্পদ পরিকল্পনা সংস্থার। ২০২২ সাল নাগাদ সমাপ্তির জন্য নির্ধারিত পকল্প ২৯ টি এর মধ্যে ৫টি প্রকল্প সমীক্ষাধর্মী, আরডিপি বর্হিভূত নতুন অনুমোদিত প্রকল্প ১১ টি। এপ্রিল ১৬ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৬১.৯০ শতাংশ। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকল্পটির অগ্রগতি ৬৫ শতাংশ।

কেন্দ্রীয় অঞ্চল ঢাকার এডিপি ৯ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫৭.৪৫ শতাংশ;পূর্বাঞ্চল কুমিল্লায়
এডিপি ১০ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫০.৯৭শতাংশ; উত্তর-পূর্বাঞ্চল সিলেটে এডিপি ৪ টি,আরডিপি ৪ টি প্রকল্পের অগ্রগতি ৭২.৫৯ শতাংশ; দক্ষিণ- পূর্বাঞ্চল চট্টগ্রামে এডিপি ৮ টি,আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৪৯.৫০ শতাংশ;উত্তরাঞ্চল রংপুরে এডিপি ৮ টি,আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৬৫.৩৪ শতাংশ; উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহীতে এডিপি ৯ টি,আরডিপি ১০ টি প্রকল্পের অগ্রগতি ৮৮.৪৪ শতাংশ; পশ্চিমাঞ্চল ফরিদপুরে এডিপি ৯ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৬৬.৪৯ শতাংশ;দক্ষিন -পশ্চিমাঞ্চল খুলনায় এডিপি ৬ টি,আরডিপি ৭ টি প্রকল্পের অগ্রগতি ৬৮.৫৪ শতাংশ;দক্ষিণাঞ্চল বরিশালে এডিপি ৮ টি,আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৬৫.৯০ শতাংশ;বৈদেশিক ঋণ সহায়তা প্রকল্প এডিপি ৭ টি,আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৪৯.৬২ শতাংশ এবং বিশেষ প্রকল্প এডিপি ৩ টি,আরডিপি ১৫ টি প্রকল্পের অগ্রগতি ৫৩.১৫ শতাংশ। পানি উন্নয়ন বোর্ড বিগত পাঁচ বছরের অগ্রগতি এপ্রিল মাস পর্যন্ত ৬১.৮৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৭   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ