অস্ট্রিয়ায় পহেলা বৈশাখ উদযাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ট্রিয়ায় পহেলা বৈশাখ উদযাপন
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯



---

মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি।

রবিবার রাজধানী ভিয়েনার স্থানীয় এক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমান কবির সোহাগের সঞ্চালনায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং মহান স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ, সহসভাপতি ইমরান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ মিজান, সাংগঠনিক সম্পাদক দুলাল ভুইয়া, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফসিয়ার শেখ, ক্রীড়া সম্পাদক জীবন আহমেদ, সন্মানিত সদস্য মোহাম্মদ চোধুরী, মেহেদী হাসান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা খন্দকার হাফিজুর রহমান, শাহ কামাল, হানিফ ভুইয়া, নেয়ামুল বশির, মনিরুজ্জামান মানিক, হুমায়ুন শিকদার, শান্ত খান রুবেল, ফজলুল কাদের পবন, সেলিম রহমান, রুহি দাস সাহা, রতন সাহা, আব্দুর রব, মাহবুবুল ইসলাম, আলম এমডি এপোলো, আলমগীর কবির, এহসানউল্লাহ আলমগীর, আবিদ হোসেন খান তপন, যুব সংগঠনের সবুজ মোস্তারি, বাংলা ক্লাবের শাহীনুর ভূইয়া, রবিন মোহাম্মদ আলী, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি, নোয়াখালী সমিতির সভাপতি ছাড়াও বিপুল সংখক প্রবাসী বাংলাদেশি।
অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজু রহমান সুমন শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, অস্ট্রিয়া সমিতি ভিয়েনাস্থ বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে প্রাচীন সংগঠন, প্রতি বছর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় নাগরিকরাও উপস্থিত থাকেন এবং উপস্থিত সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। সমিতির সাধারণ সম্পাদক সালমান কবির সোহাগ বলেন, অস্ট্রিয়া সমিতি খুব দ্রুত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ভিয়েনাস্থ তরুন প্রজন্মের জন্য একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং খুব শীঘ্রই এ স্কুল উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৮:১৪   ৭৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ