ঈদের ছুটিতে স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা

প্রথম পাতা » চট্রগ্রাম » ঈদের ছুটিতে স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২



---

ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনাকে কেন্দ্র করে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো প্রহর গুনছে পর্যটকদের স্বাগত জানাতে। একই সঙ্গে চলছে নতুন সাজে সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আর পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। রমজানে সৈকত এখন পর্যটকশূন্য। বালিয়াড়ি বা নোনাজলে নেই কোনো কোলাহল; শুধু শোনা যাচ্ছে উত্তাল সাগরের গর্জন।

প্রতি বছর ঈদ এলে পর্যটকে মুখর হয়ে উঠে কক্সবাজার। টানা ছুটি পেয়ে ঈদের আগে ও পরে কক্সবাজার ভ্রমণ করেন লাখো পর্যটক। এবারও ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় হবে- এমনটা আশা করছেন ব্যবসায়ীরা।

ইতোমধ্যে হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে রঙের কাজ। নেওয়া হচ্ছে রুম বুকিংও।

ঈদের টানা ছুটিতে এবার ভালো ব্যবসার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আর পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সেবার মান উন্নয়নে প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই সব হোটেল-মোটেলের ‍রুম বুকিং শেষ হয়ে যাবে বলে আশা তার।

আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত তারা। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. রুহুল আমিন তালুকদার বলেন, পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সব জায়গায় দায়িত্ব পালন করবে। এতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করে আবার ফিরতে পারবেন।

রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে। ছুটি পড়বে টানা ছয় দিনের। তাই এবার লাখো পর্যটকের সমাগম হতে পারে কক্সবাজারে।

বাংলাদেশ সময়: ১৩:১০:৩২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ