আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২



---

রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার সনি সিনেমা হলের বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বুলবুল আহমেদ মনিরুল (২২)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড।

এটিইউ আর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার বুলবুল আহমেদ ওরফে মনির আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। সে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বইও প্রচারপত্র বিলি করতো মনির।

তার ফেসবুক আইডি ‘খালিদ বিন ওয়ালিদ’ এবং ‘আরতুগ্রুল গাজী এমবি’র মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা এবং জননিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানান এটিইউয়ের এ কর্মকর্তা।

মো. আসলাম খান বলেন, মনির অনলাইনে তার সহযোগীদের আইডির সঙ্গে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে জিহাদের আর্মড কামব্যাট প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল।

পুলিশ সুপার বলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল। মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪২   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ