শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা মমতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা মমতার
বুধবার, ২০ এপ্রিল ২০২২



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেকের ‘বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে মমতা ওই প্রশংসা করেন।

পশ্চিমবঙ্গের নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’। ওই সম্মেলনে যোগ দিতেই গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই গতকাল বিকেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন টিপু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যটির শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।
প্রথমেই মমতা ও টিপু মুনশি একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন। উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আগের উপহাইকমিশনারের সঙ্গে যোগাযোগ ভালো ছিল। আপনি নতুন এসেছেন। আপনার সঙ্গে আজকেই প্রথম দেখা হলো। ’

এরপরই তিনি বলেন, ‘এর মধ্যেই শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছে যে, বাপ রে বাপ! তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালো…যে আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সবাই বলেছে, এর স্বাদ একটু অন্য রকম। তারা খুব যত্ন করে এটা করে। ওই দোকানটা খুব প্রিয়। আমি দেখেছি যে বাংলাদেশ সব সময় ওই মিষ্টিটাই প্রেফার করে। ’

জবাবে উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘ওটা গোপালগঞ্জের মিষ্টি, ভোরবেলায় বানিয়ে দিনে দিনেই সেটা পাঠানো হয়েছে। ’

টিপু মুনশির সঙ্গে আলাপকালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজখবর নেন।

বাংলাদেশ সময়: ২:৪২:৪৯   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ