রোহিঙ্গা জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা দিচ্ছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা দিচ্ছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২



---

রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পর যাতে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে, সে লক্ষ্যে তাদের কারিগরি ও অন্যান্য বিষয়ে হাতে-কলমে শেখানোর ওপর সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সোমবার (১৮ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া অ্যাডজেই- এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পগুলোর পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর হাজার হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে। এসব শিশুকে তাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে, যেন তারা নিজ দেশে প্রত্যাবর্তনের পর নিজেদের মিয়ানমারের শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এনামুর রহমান বলেন, নোয়াখালীর ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা যাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ করতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ রোহিঙ্গাদের মাতৃভাষায় কারিগরি শিক্ষার ব্যবস্থা নেওয়ায় প্রতিনিধি দলের নেতা সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সরকার যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সারা বিশ্বে প্রশংসিত।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০৯:৫৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ