সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল

প্রথম পাতা » খেলা » সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল
রবিবার, ১৭ এপ্রিল ২০২২



---

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। শনিবার (১৬ এপ্রিল) অল রেডদের জয় ৩-২ গোলে।

ওয়েম্বলি স্টেডিয়ামে সিটিজেনদের বিপক্ষে নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। দলের হয়ে এ গোলটি করেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। অ্যান্ডি রবার্টসনের পাস থেকে ম্যানসিটির জালে লক্ষ্যভেদ করেন তিনি।

৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে সাদিও মানেকে কাটাতে চেয়েছিলেন সিটি গোলরক্ষক জ্যাক স্টেফান। কিন্তু সাদিও মানে দৌড়ে এসে বল জালে জড়িয়ে দেন। তাতে জয়ের পাল্লা লিভারপুলের দিকে ভারী হয়।

বিরতির আগেই মানে নিজের দ্বিতীয় গোল করেন। এই গোলে সহায়তা করেন থিয়াগো আলকানতারা। এ নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ১৮ গোল করলেন সেনেগালিজ ফরোয়ার্ড। লিগে ২৮ ম্যাচে তার গোল ১৩টি।

ম্যাচের দ্বিতীয়ার্ধটা ছিল ম্যানচেস্টার সিটির। যদিও শেষ পর্যন্ত আর হার এড়াতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। ৪৭ মিনিটেই লিভারপুলের জাল খুঁজে নেয় ম্যানসিটি। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে এই গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রেয়ালিশ। যোগ করা সময়ে আসে ম্যানসিটির দ্বিতীয় গোল, যা করেন বার্নার্দো সিলভা।

ফাইনালে ওঠা লিভারপুল শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসি/ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। চেলসি-ক্রিস্টাল প্যালেস ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (১৭ এপ্রিল)।

বাংলাদেশ সময়: ১:১১:১৫   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ