জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুস্তাফিজরা

প্রথম পাতা » খেলা » জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুস্তাফিজরা
শনিবার, ১৬ এপ্রিল ২০২২



---

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে নেট রানরেটের নিরিখে ছয় নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, চার ম্যাচে দুই জয়ে সাতে অবস্থান মুস্তাফিজদের। পয়েন্ট টেবিলের ওপরের দিকে যেতে আজকের ম্যাচে জিততেই হবে দিল্লিকে।

দিল্লির হয়ে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নাররা। অন্যদিকে, বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই উইকেট না পেলেও ডড বলে প্রতিপক্ষকে চাপে রাখছেন। অন্যদিকে, উইকেটের দেখা পাচ্ছেন খলিল আহমেদ এবং শার্দুল ঠাকুররা।

এছাড়া সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের ম্যাচে চার উইকেট নিয়ে রীতিমতো উড়ছেন কুলদীপ যাদব। এরই মধ্যে আসরে তার উইকেট সংখ্যা ১০। আজও চাইবেন আরেকবার আগুনে বোলিং করতে।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে বেশ ছন্দেই ছিল আরসিবি। কিন্তু সবশেষ ম্যাচেই চেন্নাইয়ের বিপক্ষে বড় ধাক্কা। বোনের আকস্মিক মৃত্যুর কারণে ম্যাচটিতে খেলতে পারেননি হার্শাল প্যাটেল। যার অভাব হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। ফ্যাফ ডু প্লেসির দল আশাবাদী, দিল্লির বিপক্ষে ফিরতে পারেন এই পেসার।

দিল্লির সম্ভাব্য একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, সরফরাজ খান, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

আরসিবির সম্ভাব্য একাদশ
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুভাস প্রভুদেশাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিদ্ধার্থ কৌল, মোহাম্মদ সিরাজ, জস হ্যাজলউড।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৯   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ